ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধের সময়ের একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে কৃষি অনুষদ ভবনের পাশের একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।

পরে পুলিশের তিন সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ টিম মর্টারশেলটিকে নিষ্ক্রিয় করে।

স্থানীয় এক যুবক জানান, দুপুরের তিনি হাঁটতে বের হন। এরপর তিনি কৃষি অনুষদের পুকুরে হাত-মুখ ধোঁয়ার জন্য নামেন। সেখানে ইট সদৃশ কিছু একটা দেখতে পান। সেটি তুলে দেখতে পান একটি মর্টারশেল। পরে সেটিকে পলিথিনে নিয়ে কৃষি অনুষদের ফ্লাইওভার সংলগ্ন পুলিশ বক্সের কাছে রেখে যান।  

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পেছনের পুকুরে একটি মর্টারশেল পাওয়া গেছে। আমি দু’জন সহকারী প্রক্টরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টা পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে সেটি নিষ্ক্রিয় করে।

গত বছরের ২৭ এপ্রিল শহীদ শামসুজ্জোহা হলের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল এবং এর তিনদিন পর ৩০ এপ্রিল আরও দু’টি মর্টারশেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।