ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে পুলিশে চাকরি পেলেন ১৬ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
রাঙামাটিতে পুলিশে চাকরি পেলেন ১৬ জন

রাঙামাটি: সরকারি নিয়ম মেনে শুধু ১০০ টাকা ব্যাংক ড্রাফট করে নিজেদের যোগ্যতার পরীক্ষা দিয়ে রাঙামাটিতে পুলিশের চাকরি পেলেন ১৬ জন।

শনিবার (০৯ এপ্রিল) বিকেলে রাঙামাটির সুখী নীলগঞ্জ পুলিশ লাইন মাঠে রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় রাঙামাটি পুলিশ সুপার (এসপি) মীর মোদদাছছের হোসেন নির্বাচিত ১৬ জনকে তাদের পরবর্তী পর্যায়ে করণীয় সম্পর্কে ধারণা দেন।

এসপি বলেন, আমরা ছয়মাস পর পর কনস্টেবল পদে নিয়োগ দিয়ে থাকি। যাদের চাকরি হয়েছে তারা সবাই নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছেন। এখানে অন্যকিছু ভাবার অবকাশ নেই। আপনারা সততা বজায় রেখে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম এবং রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ