ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হ্যাঙ্গারে থাকা এক বিমানে আরেকটির ধাক্কা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
হ্যাঙ্গারে থাকা এক বিমানে আরেকটির ধাক্কা ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে থাকা বোয়িং ৭৭৭ বিমানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে বোয়িং ৭৩৭। এতে দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য বিমানের হ্যাঙ্গারে আগে থেকেই একটি বোয়িং ৭৭৭ বিমান রাখা ছিল। রোববার দুপুরে একটি বোয়িং ৭৩৭ রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারে নেওয়ার সময় পেছন থেকে তা বোয়িং ৭৭৭ বিমানটিকে ধাক্কা দেয়। এতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার র‌্যাডম নষ্ট হয়ে গেছে। আর বোয়িং ৭৩৭- এর লেজের ভার্টিকাল স্ট্যাবিলাইজার ভেঙে গেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি সোমবার বিমান দুটি পরিদর্শনে হ্যাঙ্গারে যান। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার। তিনি গণমাধ্যমকে বলেছেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।