ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত হবে দিনাজপুরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত হবে দিনাজপুরে

দিনাজপুর: মহামারি করোনা ভাইরাসের কারণে পরপর দুই বছর দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে হয়নি ঈদের জামাত। তবে এবার এ ময়দানে ঈদের জামাত হবে।

এজন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজকরা আশা করছেন নামাজে ৬ লাখের বেশি মানুষের সমাগম হবে। এটিই হবে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত।

পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠান আয়োজন করে দিনাজপুর জেলা প্রশাসন। আর সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে।

প্রধান অতিথির বক্তব্যে সর্ববৃহৎ ঈদগাহ মিনারের পরিকল্পনাকারী এবং ব্যবস্থাপনার কমিটির প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, শোলাকিয়া একটি ঐতিহ্যবাহী মাঠ, তবে আয়তনের দিক দিয়ে দিনাজপুর ঈদগাহ মিনার চার গুণ বড়। গোর-এ শহীদ ময়দানের আয়তন প্রায় ২২ একর। উপমহাদেশে এতো বড় ঈদগাহ আর নেই। এখানে ঈদের নামাজ আদায় করছেন দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের কারণে পরপর দুই বছর দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে হয়নি ঈদের জামাত। তবে এবার এ ময়দানে ঈদের জামাত হবে এবং এর সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, পবিত্র ঈদুল ফিতরে মুসুল্লিদের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদগাহ মাঠজুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি রাখার ব্যবস্থা করা হচ্ছে। মাঠের আশপাশে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ সব বাহিনী মোতায়েন রাখার প্রস্তুতি রয়েছে।

সকাল ৯টায় ঈদগাহ মাঠে ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা শামসুল ইসলাম কাসেমী।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দিন, দিনাজপুর সিভিল সার্জন, ডা. এইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকী, বিজিবির মেজর এসএম জসমি উদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট হাসান আলী, দিনাজপুর এনএস আইয়ের উপ-পরিচালক শাহ আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, ইসলামীক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, সিনিয়র জেলা তথ্য অফিসার সোহেল রানা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল্লাহ মাজাহারিসহ অনেকে।

সভা শেষে হুইপ ইকবালুর রহিম এমপি গোর-এ শহীদ বড় ময়দানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাতের জন্য প্রস্তুতিমূলক ঈদগাহ মিনার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।