ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গার হাতে রোহিঙ্গা খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
রোহিঙ্গার হাতে রোহিঙ্গা খুন

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা শিবিরের সি ব্লকে ছুরিকাঘাত করে জাহিদুল ইসলাম (২৩) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এই ঘটনা।

নিহত জাহিদ সি ব্লকের সাবব্লক সি-৩ এর মো. সলিমের ছেলে। অভিযোগ উঠেছে একই ব্লকের হাশিম উল্লাহর ছেলে আনিসুল হক তাকে ছুরিকাঘাত করেন। তারা দু'জনই রাজমিস্ত্রির কাজ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন, এনজিও সংস্থা হেলভেটাসের ‘ডিজাস্টার রিস্ক রিডাকশন’ প্রোগ্রামে রাজমিস্ত্রি জাহিদ উল্লাহ’র নেতৃত্বে দৈনিক মজুরিতে কাজ করেন আনিসসহ আরো কয়েকজন রোহিঙ্গা যুবক। কিন্তু সেখানে টানা কয়েকদিনের মজুরি বকেয়া হয়। পরে বুধবার দুপুরে বকেয়া টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহিদকে ছুরিকাঘাত করেন আনিস। পরে তাকে মুমূর্ষু অবস্থায় এনজিও সংস্থা এফএইচ এর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এসবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।