ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় আগুনে পোড়া পাটকল শ্রমিকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
কুষ্টিয়ায় আগুনে পোড়া পাটকল শ্রমিকের মরদেহ

কুষ্টিয়া:  কুষ্টিয়ায় হাত বাঁধা অবস্থায় আগুনে পোড়ানো রাব্বি (১৮) নামের এক পাটকল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ এপ্রিল) রাত ৮টায় কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল এলাকার একটি ধানের চাতালের পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

রাব্বি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার জঙ্গলী এলাকার আব্দুল আলিমের ছেলে। তিনি বটতৈল এলাকার একটি পাটকলে শ্রমিক হিসাবে কাজ করতেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, নিহত রাব্বি বটতৈল এলাকায় একটি পাটকলে শ্রমিক ছিলেন। সে তিনদিন ধরে নিখোঁজ ছিল। স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আগুনে পোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

রাব্বির নিখোঁজের ব্যাপারে কুমারখালী থানায় একটি ডায়েরি করেছিলেন তার বাবা আব্দুল আলীম।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।