ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নাটোর: নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মো. পলাশ হোসেন (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৯ টার সময় উপজেলার বীরকুৎসা রেলওয়ে স্টেশনের উত্তরে শোলাকুরা ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

পলাশ রাজশাহীর বাগমারা উপজেলার কোনাবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পলাশ একজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় খাজুরা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওর্য়াড সদস্য প্রভাষক আমজাদ হোসেন মন্টু জানান, পলাশের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার কোনাবাড়িয়া গ্রামে হলেও দীর্ঘদিন ধরে নানা বাড়ি বীরকুৎসা গ্রামে থাকতেন। বৃহস্পতিবার সকালে অজ্ঞাত ব্যক্তি রেললাইন দিয়ে পায়ে হেঁটে আত্রাইয়ের দিকে যাচ্ছিলেন। এসময় পার্বতীপুরগামী আন্ত:নগর দ্রুতযান ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন ওই ব্যক্তিটি ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন। ধারনা করা হচ্ছে এটা আত্মহত্যাও হতে পারে। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত নন তিনি। এব্যাপারে রেলওয়ে সান্তাহার জিআরপি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ১৪,২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।