ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পান্তা-ইলিশ ছাড়াই এ এক অন্য রকম বৈশাখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
পান্তা-ইলিশ ছাড়াই এ এক অন্য রকম বৈশাখ

বরগুনা: করোনা ভাইরাসের কারণে দুইবছর পর,বরগুনায় এবার বর্ণিল আয়োজনে পান্তা-ইলিশ ছাড়াই এক অন্য বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন করেছেন বরগুনা জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে শিমুল তলায় আসা মানুষের মধ্যে খুশির আমেজ দেখা যায়।

বর্ষবরণে বাঙালির ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ ছাড়াই বৈশাখী মেলা যোগ করে ভিন্ন মাত্রা। জেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাসের জন্য ছোট পরিসরে শিমুল তলা মঞ্চে সূর্যোদয়ের পর বাংলা নববর্ষকে আবাহন জানিয়ে বৈশাখী বন্দনার মধ্য দিয়ে বাংলা নববর্ষের শুভ সূচনা হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হাবিবুর রহমান, স্থানীয় সরকার অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দীন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, এনডিসি নাজমুল ইসলামসহ বিভিন্ন সামজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘অতীতের গ্লানি, দুঃখ, জরা মুছে অসুন্দর ও অশুভকে পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ-১৪২৯ সবার জীবনে আরও সমৃদ্ধি বয়ে আনবে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।