ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হেলপার ছিটকে রাস্তার বাইরে, গাড়িচাপায় চালক নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
হেলপার ছিটকে রাস্তার বাইরে, গাড়িচাপায় চালক নিহত

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় মালবাহী একটি টমটম দুর্ঘটনায় চালক মো. মাহবুবুর রহমানের (৩৫) মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুবের বাড়ি পাথরঘাটা পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে।  

টমটম হেলপার ইব্রাহিম বলেন, কাকচিড়ার একটি ইটভাটা থেকে নাচনাপাড়া ইউনিয়নের সোনারবাংলা এলাকায় ইট নিয়ে যাওয়ার জন্য পাথরঘাটা থেকে রওনা হই। ইটভাটার কাছাকাছি বাইনচটকী এলাকায় যাওয়ার পথে হঠাৎ গাড়ি উল্টে গেলে আমি ছিটকে রাস্তার বাইরে পড়ে যাই। সেখান থেকে উঠে ওস্তাদকে (চালক) খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর স্থানীয়রা এসে টমটমের নিচ থেকে ওস্তাদের মরদেহ উদ্ধার করে।  

তিনি আরও বলেন, বাইনচটকী যাওয়ার পর গাড়িলোড করার ফাঁকে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল দুজনের। কিন্তু তার আর ভাত খাওয়া হলো না।  

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।