ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

দ্রব্যমূল্য বেশি রাখায় ৪ ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
দ্রব্যমূল্য বেশি রাখায় ৪ ব্যবসায়ীর জরিমানা

ময়মনসিংহ: দ্রব্যমূল্য বেশি এবং সড়কে ও ফুটপাতে দোকানের মালামাল রাখার দায়ে ময়মনসিংহ নগরীতে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অবৈধ দখল অপসারণে এ অভিযান পরিচালনা করেন মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ।

  

এ সময় তিনি দাম বেশি রাখা এবং সড়কে ও ফুটপাতে দোকানের মালামাল রাখার দায়ে চারটি মামলায় এক হাজার একশ টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মসিকের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জানান, ফুটপাত দখলমুক্ত করে জনভোগান্তি লাঘব এবং ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।