ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

সোনারগাঁওয়ে নিখোঁজের ১ দিন পাওয়া গেল শিশুর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
সোনারগাঁওয়ে নিখোঁজের ১ দিন পাওয়া গেল শিশুর মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর রিমন (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নােয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী বিজয়নগর এলাকার একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শনিবার (১৬ এপ্রিল) রাত থেকেই শিশুটি নিখোঁজ ছিল বলে জানান শিশুটির বাবা। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়েছে।

নিহত রিমন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের নয়ানগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত আহবায়ক (ওসি) হাফিজুর রহমান জানান, দুপুরের দিকে এলাকাবাসী ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে আমরা ধারণা করছি।

তিনি বলেন, ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।