ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিউমার্কেটে সংঘর্ষ: তৃতীয় পক্ষের ঘাড়ে দায় চাপাচ্ছেন ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
নিউমার্কেটে সংঘর্ষ: তৃতীয় পক্ষের ঘাড়ে দায় চাপাচ্ছেন ব্যবসায়ীরা

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যকার সংঘর্ষের ঘটনার দায় তৃতীয় পক্ষের ঘাড়ে চাপাচ্ছেন ব্যবসায়ীরা।

তারা বলছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এতো বড় ঘটনার পেছনে নিশ্চিত কোনো তৃতীয় পক্ষ রয়েছে।

এ অবস্থায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে নিউমার্কেট দোকান মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সে আক্রমণ এটি কোনো ভাবেই কাম্য নয়। সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটিও অত্যন্ত ন্যাক্কারজনক। আমি মনে করি, কোনো ব্যবসায়ী বা ছাত্র এ কাজ করতে পারে না।

এ ঘটনায় স্পষ্ট প্রতীয়মান এখানে তৃতীয় পক্ষ জড়িত বলে আমরা মনে করি। এখানে ব্যবসায়ীরা ছিলেন না, ছাত্রও ছিলেন না। জানি না তারা কারা?

তিনি আরও বলেন, তারা উশৃঙ্খল জনতা, এখানে তৃতীয় পক্ষ ছিল, নিশ্চিত করে বলছি। তবে এ ঘটনায় যদি কোনো ব্যবসায়ী জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।