ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় বাস ধর্মঘট, ২ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
ভোলায় বাস ধর্মঘট, ২ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

ভোলা: ধর্মঘটের  ২ ঘণ্টা পর  ভোলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে। পুলিশসহ দুই পক্ষের সঙ্গে বৈঠকের পর শুক্রবার (২২ এপ্রিল) দুপুর ১২টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।

এদিকে যানজট নিরসনে সড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে অটোশ্রমিকদের সঙ্গে বাস শ্রমিকদের মারামারির ঘটনায় ভোলার অভ্যন্তরীণ ৮ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিক ইউনিয়ন। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

বাসশ্রমিকরা জানান, সকালের দিকে সড়কে অবৈধ যানবাহন চলাচলে  বাধা দিলে বাক-বিতণ্ডা বাধে। তখন লালমোহনে বাস আটক করে টেম্পুশ্রমিকরা। এনিয়ে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে টেম্পু ও বাস শ্রমিকদের সংঘর্ষ বাধে। এতে ৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, বাস চলাচল শুরু হয়েছে। এখন কোনো সমস্যা নেই।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২২ এপ্রিল, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।