ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঁকখালী নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
বাঁকখালী নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়া সংলগ্ন বাঁকখালী নদীতে ডুবে একসঙ্গে তাসফিয়া নূর জোহরা ( ৯) ও জান্নাতুল মাওয়া (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ এলাকা বাসির সহযোগিতায় দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু খোন্দকারপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে। জোহরা রামু কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি আর মাওয়া শিশু শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওরা ৫ জন একই এলাকার আবদুল করিমের মেয়ে তাসফিয়া নূর জোহরা (৯), জান্নাতুল মাওয়া (৫), আজিজুল হকের মেয়ে আজিজা হাসনাত জেমি (৯), মো. ইসহাকের মেয়ে জেরিন (১১) এবং শফি আলমের মেয়ে শামিমা আক্তার (১৩) গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করতে যায়। এ সময় তারা ঘাসগুলো নদীর পানিতে  ধুঁয়ে দলবেঁধে গোসল করতে নামে। বেলা এগারটার দিকে খেলার ছলে ছোট জান্নাতুল মাওয়াকে পানিতে তলিয়ে যেতে দেখে বড় বোন জোহরাসহ ও অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজনসহ বাকি ৩ জনকে উদ্ধার করতে পারলেও আবদুল করিমের দুই মেয়েকে খোঁজে পাওয়া যায়নি। পরে রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মী এবং স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে ১২টার দিকে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।  

রামু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া জানান, রামুর বাঁকখালী নদীর ফতেখাঁরকুল ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকা থেকে মৃত অবস্থায় দুই বোনকে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান,বাঁকখালী নদীতে পানি একদম শুকিয়ে গেছে। কিন্তু ড্রেজার মেশিন দিয়ে বালি তোলার কারনে নদীর মাঝে মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে গর্তগুলো মৃত্যুকূপে পরিনত হয়েছে। ওই গর্তে পড়েই দুই বোনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘন্টা, এপ্রিল ২২,২০২২,
এসবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।