ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিস্কুটে ক্ষতিকর কেমিক্যাল, চাঁপাইনবাবগঞ্জে বেকারিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
বিস্কুটে ক্ষতিকর কেমিক্যাল, চাঁপাইনবাবগঞ্জে বেকারিকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ: খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল মেশানোর দায়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বেকারির মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার দুর্লভপুর এলাকার অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আ. সালাম।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুর্লভপুরের মেসার্স কুমিল্লা ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরি অভিযান চালানো হয়। এ সময় বেকারিটিতে খাদ্যপণ্যে তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক অ্যামোনিয়াম সালফেট (সাল্টু) মিশ্রণের দায়ে মালিককে আট হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।