ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে হার্ট ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
মৌলভীবাজারে হার্ট ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন মৌলভীবাজারে হার্ট ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার ঘড়ুয়া গ্রামে চার বিঘা জমির ওপর নির্মাণ হচ্ছে হার্ট ফাউন্ডেশন।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

 

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সদ্য বিলুপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।

হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলীর খোকনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মসুদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, কানাডা প্রবাসী প্রকৌশলী সৈয়দ আব্দুল গফ্ফার সাজু, ব্যবসায়ী আব্দুল হান্নান বাবু, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল প্রমুখ।

হার্ট ফাউন্ডেশনের জন্য চার বিঘা জমি দান করেন ঘড়ুয়ানিবাসী প্রবাসী ডা. সুধেন্দু বিকাশ দাশ। ফাউন্ডেশনের যাতায়াতের রাস্তার জন্য জমি দান করেন ঘড়ুয়া গ্রামের মানুষরা।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ