ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযোদ্ধার সন্তানদের কাজ করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযোদ্ধার সন্তানদের কাজ করতে হবে

ঢাকা: ধর্ম ব্যবসায়ী ও সাম্প্রদায়িক অপশক্তির দেশ বিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযোদ্ধা সন্তানদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করার আহ্বান জানিয়েছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস)।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) এ মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়, কিছু সংখ্যক ধর্ম ব্যবসায়ী এদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে সব দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় আন্তরিক। ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত দেশ গঠনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদাত হোসেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খবির হোসেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কাজী সাইফুদ্দীন, জোবায়দা হক অজন্তা, ডা. সুব্রত ঘোষ, শফিউল বারী রানা, আনোয়ার হোসেন বাবু, সহসভাপতি ওমর ফারুক সাগর, রুবেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রনি, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী, ধর্ম বিষয়ক সম্পাদক ইমাম আবু ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, এপ্রিল ২৪,২০২২
জিসিজি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ