ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

কসবায় ভাতিজার হাতে চাচার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
কসবায় ভাতিজার হাতে চাচার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: বাড়ির সীমানা বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আবু বক্কর (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার ভাতিজা বিরুদ্ধে।

সোমবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর ওই গ্রামের আলফাজ আলীর ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সবুজ পলাতক রয়েছেন। তিনি একই গ্রামের রুকু মিয়ার ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বাংলানিউজকে জানান, বক্করের সঙ্গে তার ভাতিজা সবুজের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই সোমবার সকালে সবুজ তার চাচা বক্করকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। অভিযুক্ত সবুজকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।