ফেনী: ফেনীর বারাহীপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
সোমবার (২৫ এপ্রিল) ভোরে পৌর শহরের বারাহীপুরের পশ্চিম খাজুরিয়া এলাকার রিফাত ম্যানশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শহরের চাড়িপুর এলাকার আবুল কালামের ছেলে মো. শফিকুল ইসলাম (২৬) ও একই এলাকার আব্দুল লতিফের ছেলে আব্দুল মান্নান (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
র্যাব-৭ এর উপ-পরিচালক আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে গাঁজা ক্রয় করতো এবং পরে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও সেবীদের কাছে অধিক মূল্যে বিক্রি করতো।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
এসএইচডি/জেডএ