ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টিকিট কালোবাজারীর অভিযোগে রেলওয়ের ইঞ্জিনিয়ার রেজাউল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
টিকিট কালোবাজারীর অভিযোগে রেলওয়ের ইঞ্জিনিয়ার রেজাউল আটক

ঢাকা: রেলওয়ে টিকিট কালোবাজারী চক্রের মূলহোতা সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমসহ (৩৮) ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের শিকড়ের খোঁজে র‌্যাবের অনুসন্ধানে চক্রের মুলহোতাসহ ২ আসামিকে আটক করা হয়েছে। বুধবার রাত থেকে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে আটক রা হয়।

এবিষয়ে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকাল ৩ টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এসজেএ/এমএমআই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।