ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিশ্বের আকাশে নতুন চাঁদ, আজই পটুয়াখালীর বদরপুরে ঈদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মে ১, ২০২২
বিশ্বের আকাশে নতুন চাঁদ, আজই পটুয়াখালীর বদরপুরে ঈদ বদরপুর দরবার শরিফ

পটুয়াখালী: বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় পটুয়াখালীর বদরপুরের দরবার শরিফে রোববার (১ মে) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

রোববার সকাল সকাল ১০টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে সাতটায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বদরপুর দরবার শরিফ মসজিদের ইমাম মাওলানা মো. শফিকুল আলম।

তিনি বলেন, বদরপুরের দরবার শরিফের ছোট পীর মাওলানা মোস্তায়াসিম বিল্লাহ ও নাসির বিল্লাহ এ সংবাদ দিয়েছেন। বিশ্বের আকাশে চাঁদ দেখা গেছে, তাই তারা আজ ঈদের নামাজ আদায় করবেন।

তিনি আরও বলেন, আফগানিস্তানের ফারাহ, গজনি, কান্দাহার, ঘুর এলাকায় চাঁদ দেখা গেছে।
এছাড়া নাইজেরিয়া এবং মালি ও পাকিস্তান উজিহান প্রদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় পটুয়াখালীর বদরপুরসহ কয়েকটি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে।

সকাল ১০টায় দরবার মসজিদে ঈদের জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম মাওলানা মো. শফিকুল আলম।  

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ১, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।