ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে ঈদ জামাতে নেওয়া যাবে না ব্যাগ ও ভারী বস্তু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, মে ১, ২০২২
রাজশাহীতে ঈদ জামাতে নেওয়া যাবে না ব্যাগ ও ভারী বস্তু

রাজশাহী: আগামী মঙ্গলবার (৩ মে) পবিত্র ঈদুল ফিতর। এবার ঈদ উদযাপন উপলক্ষে মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে বেশকিছু বিধিনিষেধ জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

ঈদের জামাতে ছাতা এবং জায়নামাজ ছাড়া ব্যাগ বা ভারী কিছু নেওয়া যাবে না।

এছাড়া শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মানতে হবে আরও কিছু বিধিনিষেধ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বাংলানিউজকে বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনের ক্ষমতাবলে মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রয় ও ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। আর ঈদের জামাতে জায়নামাজ ছাড়া কোনো প্রকার ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি বহন করা যাবে না।

ঈদের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ে আইন অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মে ০১, ২০২২
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।