ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধের জেরে খুন হন বাবলু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মে ১০, ২০২২
জমি নিয়ে বিরোধের জেরে খুন হন বাবলু গ্রেফতার মুকুল শেখ।

ঢাকা: জমি দখল নিয়ে বিরোধের জেরে মধ্যযুগীয় কায়দায় হত্যার শিকার হয়েছেন খুলনার তেরখাদা থানাধীন আদালতপুরের বাসিন্দা বাবলু শেখ (৫০)।  

গত ৪ মে (বুধবার) হত্যাকাণ্ডের পরদিন সংশ্লিষ্ট থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন নিহতের ছেলে নাজমুল শেখ।

 এ মামলার পরিপ্রেক্ষিতে মুকুল শেখ (৩৭) নামে এক যুবককে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১০ মে) দুপুরে মালিবাগ সিআইডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।  

তিনি জানান, মুকুল শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল বাবলু শেখের। এর জেরে বাবলুকে হত্যা করেন মুকুল।  

গত ৪ মে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিবেশী বাবলুর বাড়িতে অতর্কিত হামলা চালান মুকুল ও তার সহযোগীরা। এ সময় বাবলুকে মাছ ধরার টোঁটা দিয়ে কোপ দেন মুকুল। এতে কপাল ও মাথায় মারাত্মক জখম হলে মাটিয়ে লুটিয়ে পড়েন ভুক্তভোগী। মুকুলের সহযোগীরা বাবুলের মৃত্যু নিশ্চিত করতে এলোপাতাড়ি পিটিয়ে পালিয়ে যায়।  

এসএসপি মুক্তা ধর আরও জানান, হামলার ঘটনার পর বাবলুকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় ৫ মে (বৃহস্পতিবার) নিহতের ছেলে নাজমুল শেখ বাদী হয়ে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি তদন্তের ধারাবাহিকতায় সোমবার (৯ মে) রাতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামি মুকুল শেখকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ১০, ২০২২
পিএম/এমজে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।