ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মে ১৭, ২০২২
আশুলিয়ায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ঢাকা: ঢাকার নবীনগর আশুলিয়ায় যাত্রীবাহী বাসের ভেতর ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক (৩৫)।

মঙ্গলবার (১৭ মে) সকালে দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক০ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম কামরুজ্জামান জানান, সোমবার দিনগত রাত দশটার দিকে আশুলিয়া থানাধীন নবীনগর সেনা কল্যাণ ভবনের পাশের রাস্তায় বাসের ভিতরে ঘটনাটি ঘটে। বাসের যাত্রীরা ছিনতাইকারী সন্দেহে তাকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে আমাদের পুলিশের একটি টিম তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতেই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সাভার পরিবহনের নামে বাসের ভেতর এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে বাসটি এখনো শনাক্ত করা যায়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয়ও এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মে ১৭, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।