ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ফসলি জমিতে মিলল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মে ১৭, ২০২২
বগুড়ায় ফসলি জমিতে মিলল শিশুর মরদেহ

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় গলায় রশি পেঁচানো অবস্থায় অজ্ঞাতপরিচয় (১০) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার মানিক দিপা ফসলের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফসলের জমিতে গলায় রশি পেঁচানো অবস্থায় ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা, কে বা কাহারা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাজাহানপুর সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ও শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটির পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় বের করতে কাজ শুরু করেছে পুলিশ। শিগগিরই এর রহস্য উন্মোচন করা হবে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মে ১৭, ২০২২
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।