ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ১৭, ২০২২
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন দফাদার (৪২) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন একজন হেলপার।

 

মঙ্গলবার (১৭ মে) সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত লিটন যশোরের দেওগাছি এলাকার আব্দুল মালেক দফাদারের ছেলে ও আহত হেলপার তাওরাত হাসান (২৫) একই এলাকার বাবুর আলীর ছেলে। আহত হেল্পারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, যশোর থেকে ময়মনসিংহের ভালুকাগামী মিনি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে নাটোরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকের চালক ও হেলপার হতাহত হয়।

বাংলাদেশ সময় : ১২:২৬ ঘণ্টা, মে ১৭, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।