ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দাঁড়িয়ে থাকা অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেল দুজনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ১৭, ২০২২
দাঁড়িয়ে থাকা অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেল দুজনের ফাইল ফটো

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক নারী ও এক পুরুষ যাত্রী নিহত হয়েছেন।
 
মঙ্গলবার (১৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রুকনপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরশ আলী (৩০) ও নুরেয়া বেগম (৩৫) রুকনপুর গ্রামের বাসিন্দা।
 
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ বাংলানিউজকে জানান, একটি অটোরিকশা রুকনপুরের ভেতরের সড়ক থেকে মহাসড়কে উঠে যাত্রী নামাচ্ছিল। দুইজন যাত্রী নামার পর অটোরিকশাটি দাঁড়িয়েছিল। এসময় ঢাকাগামী এমআর পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে আরশ আলী ও নুরেয়া বেগম ঘটনাস্থলেই মারা যান।
 
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে জব্দ করেছে। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
 
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মে ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।