ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেন্টমার্টিন থেকে মালয়েশিয়াগামী ৩৩ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মে ১৯, ২০২২
সেন্টমার্টিন থেকে মালয়েশিয়াগামী ৩৩ রোহিঙ্গা আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে ১২ নারী ও এক শিশুসহ ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী।

বুধবার (১৯ মে) রাতে সেন্টমার্টিন উপকূল থেকে তাদের আটক করা হয়।

নৌবাহিনীর ক্যাপ্টেন ও বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক সোহেল আযম জানান, আটক ব্যক্তিরা দালালচক্রের মাধ্যমে উখিয়া-টেকনাফের বিভিন্ন  বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে বের হয়ে টেকনাফের বাহারছড়ার একটি সাগর পয়েন্ট দিয়ে নৌকায় করে গভীর সমুদ্রের দিকে যাওয়ার সময় আটক হয়।

পরে তাদের খাদ্য ও চিকিৎসা সেবা দিয়ে সেন্টমার্টিন কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়ে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ১৯, ২০২২
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।