ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গ্যাস লাইটার বিস্ফোরণে ২ শিক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ২০, ২০২২
গ্যাস লাইটার বিস্ফোরণে ২ শিক্ষার্থী আহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাজি বানিয়ে ফোটানোর সময় কাছে থাকা গ্যাস লাইটার বিস্ফোরণে স্কুল ও মাদরাসার দুই শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- কোটালীপাড়ার চিত্রাপাড়া গ্রামের তুহিন খানের ছেলে তানভির খান (১৩)। সে সিকির বাজার হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র। অপরজন একই গ্রামের এখলাস মিয়ার ছেলে সালমান মিয়া (১১)। সে বান্ধাবাড়ি লোহার ভিটা মাদরাসার ছাত্র। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

কোটালীপাড়া থানার পরিদর্শক (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা দুইজন ঘরের দরজা বন্ধ করে দিয়াশলাইয়ের বারুদ দিয়ে বাজি বানিয়ে তা ফোটানোর চেষ্টা করে। এসময় কাছে থাকা গ্যাস লাইটার বিস্ফোরিত হয়। এতে ওই দুই শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে তানভির খান একটু বেশি আহত হওয়ায় তাকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসা শেষে রাতেই তাকে মামার বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে মামা আল আমিন জানিয়েছেন। সে সুস্থ আছে বলেও জানান তিনি।

চোখে আগুনের আচ লেগে আহত মাদ্রাসাছাত্র সালমান মিয়া জানায়, তারা বাজি বানিয়ে তা ফোটানোর চেষ্টা করছিল। না ফোটাতে তানভির তাতে গ্যাস লাইটার দিয়ে তাপ দিলে গ্যাস লাইটার ফেটে গিয়ে তারা দুইজন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ২০, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad