ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৈরি আবহাওয়া: লঞ্চ চালু হলেও বন্ধ রয়েছে স্পিডবোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মে ২১, ২০২২
বৈরি আবহাওয়া: লঞ্চ চালু হলেও বন্ধ রয়েছে স্পিডবোট

মাদারীপুর: ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে শনিবার ভোর ৬ টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুই ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল শুরু করেছে।

তবে এখনো বন্ধ রয়েছে স্পিডবোট।  

শনিবার (২১ মে) সকাল ৮ টার দিকেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়া খারাপ হয়ে উঠলে আবারও লঞ্চ চলাচল বন্ধ রাখা হতে পারে।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, শনিবার ভোর থেকে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝড়োবাতাস বইতে থাকে। এ সময় দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়। সকাল ৮টার দিকে বাতাস ও বৃষ্টি কমে এলে অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাট ছেড়ে যায়। তবে আকাশ মেঘাচ্ছন্ন ও হালকা বাতাস থাকায় মাঝ পদ্মা উত্তাল রয়েছে। একারণে স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো.ফরিদ হোসেন বলেন, আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সকাল ৮টা থেকে সীমিত যাত্রী নিয়ে লঞ্চ ছাড়া হচ্ছে। স্পিডবোট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হলে স্পিডবোটও চলবে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মে ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।