ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ২১, ২০২২
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ঢাকায় ফিলিপ্পো গ্রান্ডি

ঢাকা: জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বাংলাদেশে ৫ দিনের সফরে শনিবার ( ২১ মে) ঢাকায় এসেছেন।
রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার আহ্বান জানাতে তিনি বাংলাদেশ সফর করছেন।

কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান কার্যক্রম নিয়ে হাইকমিশনার বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

কক্সবাজার এবং ভাসানচরে মানবিক কার্যক্রম সমর্থনকারী দাতা এবং অংশীদারদের সঙ্গে বৈঠকের সময় তিনি আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরবেন।

রোহিঙ্গা ক্যাম্প এবং ভাসানচর পরিদর্শনের সময় গ্র্যান্ডি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তাদের চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে আলোচনা করবেন।

ফিলিপ্পো গ্র্যান্ডির সফরে তার সঙ্গে আছেন ইউএনএইচসিআর এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত এবং হাই কমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলেরোচে।

এর আগে ফিলিপ্পো গ্রান্ডি ২০১৯ সালের মার্চ মাসে বাংলাদেশ সফর করেছিলেন।  

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মে ২১, ২০২২
টিআর/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।