ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মে ২৩, ২০২২
নেত্রকোনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

এদিকে ট্রাকটিতে একজন আটকা পড়েছিলেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ মে) ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- বাসের চালক সবুজ মিয়া ও সুপারভাইজার সুহেল মিয়া।  

আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে চল্লিশা এলাকায় ঢাকাগামী ধান বোঝাই একটি ট্রাকের সঙ্গে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালক ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন বাসটির সুপারভাইজারসহ অন্তত ২৫ জন। এ অবস্থায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুপারভাইজার মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মামুন মিয়া বলেন, আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের ভেতরে একজন আটকা পড়েন। পরে ময়মনসিংহ থেকে রেকার এনে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্রাকটিতে অতিরিক্ত ধান বোঝাই থাকায় উদ্ধার করতে সময় লেগেছে।  

নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, মে ২৩, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।