ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আদালতে হাজিরা দিতে যাওয়া পথে ২ বাইকের সংঘর্ষে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মে ২৩, ২০২২
আদালতে হাজিরা দিতে যাওয়া পথে ২ বাইকের সংঘর্ষে নারী নিহত ফাইল ছবি

সাতক্ষীরা: আদালতে হাজিরা দিতে যাওয়া পথে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাবেয়া খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে  সাতক্ষীরার কালিগঞ্জ ডিগ্রি কলেজের সামনে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া একই উপজেলার কালিকাপুর গ্রামের আবদুস সামাদের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাবেয়া মামলায় হাজিরা দিতে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে সাতক্ষীরা আদালতে যাচ্ছিলেন। পথে কালিগঞ্জ ডিগ্রি কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির আরেকটি মোটরসাইকলের সঙ্গে তাকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন রাবেয়া। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়:  ১১২৬ ঘণ্টা, মে ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।