ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাঙ্কিপক্স ঠেকাতে বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মে ২৩, ২০২২
মাঙ্কিপক্স ঠেকাতে বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হচ্ছে ছবি: জি এম মুজিবুর

ঢাকা: কোভিড-১৯ এর বৈশ্বিক সংক্রমণের পরে বিশ্বব্যাপী নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে মাঙ্কিপক্স। এর সংক্রমণ থেকে নিরাপদে থাকার জন্য বিমানবন্দরে সতর্ক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার (২৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

বিমান চেয়ারম্যান সাজ্জাদুল হাসান বলেন, মাঙ্কিপক্স চিহ্নিতকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে সফটওয়্যার তৈরি করা হচ্ছে।

সফটওয়্যারে যাত্রীদের রোগের সঙ্গে সংশ্লিষ্টতা, রোগী মাঙ্কিপক্স আক্রান্ত দেশে অবস্থানের তথ্য ও রোগী আত্মীয় বা পরিচিত এমন কারো সঙ্গে মিশেছে যার মাঙ্কিপক্স সংশ্লিষ্টতা আছে কিনা সেটার ওপর ভিত্তি করে সফটওয়্যার তৈরি করা হচ্ছে বলে জানান বিমান চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।

এই ধরণের রোগীদের বিমানবন্দরে ঢোকার আগেই তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বিমান চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সময় আরও উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মে ২৩, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad