ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে ৭ পিস্তলসহ বাবা-ছেলে আটক

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মে ২৩, ২০২২
বেনাপোল সীমান্তে ৭ পিস্তলসহ বাবা-ছেলে আটক

বেনাপোল (শার্শা, যশোর): বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৭টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ বাবা-ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার ( ২৩ মে) সকালে সীমান্তের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক বাবা-ছেলে হলেন- বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে শাহাজামাল কালু (৫৫) ও তার ছেলে সোহেল (৩১)

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাদিপুর গ্রামের কালুর বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার এবং কালু ও তার ছেলে সোহেলকে আটক করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা আরও দুটি অস্ত্র আছে বলে স্বীকার করেন। এরপর তাদের দেওয়া তথ্য মতে লুকিয়ে রাখা আরও দুটি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বাবা-ছেলের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মে ২৩, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad