ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মে ২৩, ২০২২
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে মো. অহেদুজ্জামান (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরের ভদ্রা পদ্মা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

অহেদুজ্জামান মহানগরের মতিহার থানার বুধপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

মহানগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে ভদ্রার পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের উত্তরের একটি ভবনে কাজ চলছিল। ওই ভবনের ছাদ থেকে হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হন শ্রমিক অহেদুজ্জামান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামালা হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ২৩, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।