ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্যামনগরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মে ২৪, ২০২২
শ্যামনগরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ শফিকুল গাজী।

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে আশরাফুন্নেছা বেগম (৩০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শফিকুল গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় শফিকুল গাজীকে আটক করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৪ মে) ভোরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে।

গাবুরা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মশিউর রহমান জানান, শফিকুল গাজীর দুই স্ত্রী। এ নিয়ে প্রথম স্ত্রী আশরাফুন্নেছার সঙ্গে মনোমালিন্য চলে আসছিল। মাঝে-মধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে প্রথম স্ত্রীর কাছে আসেন শফিকুল। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হলে আশরাফুন্নেছাকে মারধর করে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন শফিকুল। মঙ্গলবার সকালে উঠে দেখেন ঘরের মধ্যে তার স্ত্রীর মরদেহ পড়ে আছে। এলাকাবাসী শফিকুল গাজীকে আটক করে বেঁধে রেখেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মে ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।