ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মে ২৪, ২০২২
বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের নওদাপাড়ায় বাসের ধাক্কায় লিটন হোসেন (৩৫) নামে ব্যাটারিচালিত পাখিভ্যানের চালক নিহত হয়েছেন। এছাড়া নাইম (২৫) ও মিলন (৩৫) নামে ভ্যানের দুই যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মে) বেলা পৌনে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার নওদাপাড়া ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই চালকের মৃত্যু হয়।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহত লিটন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার বাজারপাড়া এলাকার আবু তালেবের ছেলে।

আহতরা হলেন- একই উপজেলার আমলা বাজার এলাকার মহিদুল ইসলামের ছেলে নাইম (২৫) ও আবু ওয়াহেদের ছেলে মিলন হোসেন (৪৫)।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আমলা থেকে গম নিয়ে পাখিভ্যানে করে মিরপুর বাজারে যাচ্ছিলেন দুই যাত্রী। পথে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী রফ রফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ব্রিজের ওপরে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লিটন নিহত হন এবং দু'জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ২৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।