ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকায় এলেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মে ২৫, ২০২২
ঢাকায় এলেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ

ঢাকা: সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।

মঙ্গলবার (২৪ মে) রাতে তিনি ঢাকায় পৌঁছেন।

বুধবার (২৫ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন নিকোলা সেলাকোভিচ।

ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) এবং কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত বিষয়ে সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার সকালে সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। একই সঙ্গে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। এছাড়া 'বাংলাদেশ-সার্বিয়া : কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর’ শীর্ষক এক সেমিনারে যোগ দেবেন নিকোলা সেলাকোভিচ।

বৃহস্পতিবার (২৬ মে) সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিন তিনি ঢাকা ছেড়ে যাবেন।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মে ২৫, ২০২২
টিআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।