ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

থানচিতে গাড়ি উল্টে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ২৬, ২০২২
থানচিতে গাড়ি উল্টে আহত ৫

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলা সদর থেকে লিক্রে সীমান্ত সড়কের ১১ কিলোমিটার নামক স্থানে একটি চান্দের গাড়ি (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে আহত হয়েছেন চালকসহ পাঁচজন।

বুধবার (২৫ মে) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন-বান্দরবানের লামা উপজেলার ডলুছড়ি গ্রামের মো. কাওছার (৪৫), কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদগাঁ এলাকার মো. মুরাদ (২৫), চট্টগ্রামের রাংগুনিয়ার গাড়িচালক মো. জামাল (২৩) ও একই উপজেলা বাসিন্দা মো. আব্দুর রহিম (২৫)।  

পুলিশ সূত্রে জানা যায়, থানচি-লিক্রে সীমান্ত সড়কের নির্মাণ কাজ শেষে সন্ধ্যায় থানচি সদরে পৌঁছার সময় চান্দের গাড়িটি ১১ কিলোমিটার এলাকায় উল্টে যায়। এতে গাড়িতে থাকা সবাই আহত হন। পরে তাদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রায়হান জানান, অবস্থা গুরুতর হওয়ায় আহত পাঁচজনের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, দুর্গম এলাকায় রাতে সড়ক দুর্ঘটনা ঘটায় খবর পেতে দেরি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মে ২৬, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।