ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিজয়নগরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মে ২৬, ২০২২
বিজয়নগরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ৩ প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইমরান খান (৩১) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন।

হতাহতরা সবাই মাইক্রোবাসের আরোহী।  

বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান সিলেট জেলার ফেঞ্চুগঞ্জের আতাউর খানের ছেলে। আহত তিনজনের নাম জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে বীরপাশা এলাকায় সিলেটগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে গিয়ে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক আরোহী নিহত হন এবং আহত হন তিনজন। হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।