ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ট্রাকচাপায় মাদ্রাসাশিক্ষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মে ২৬, ২০২২
বরিশালে ট্রাকচাপায় মাদ্রাসাশিক্ষক নিহত

বরিশাল: বরিশাল ক‍্যাডেট কলেজের সামনে ট্রাকচাপায় মাওলানা আক্তার হোসেন (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাওলানা আক্তার হোসেন উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গুগীরকান্দা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে বিএনপির সমাবেশ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওয়ানা হন আক্তার হোসেন। পথিমধ্যে ক্যাডেট কলেজ সংলগ্ন রেজিস্ট্রার অফিসের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসাশিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মে ২৬, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।