ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি থেকে ৬১ নেতার পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মে ২৬, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি থেকে ৬১ নেতার পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল, ভোলাহাট উপজেলাসহ নাচোল পৌর বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৬১ জন নেতা পদত্যাগ   করেছেন।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতারা।

সেখানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ও নাচোল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক।

নেতারা অভিযোগ করে বলেন, বিএনপির শীর্ষ পদের নেতাদের মোটা অংকের টাকা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। একই ধারায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ও চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল, ভোলাহাট উপজেলা এবং নাচোল পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বিএনপির গঠনতন্ত্র নিয়ম মেনে জেলার আহ্বায়ক কমিটি গঠন হয়নি। আর যেটি হয়েছে সেটিও টাকার বিনিময়ে করা। এ জন্য পাঁচটি কমিটি থেকে ৬১ জন পদত্যাগ করেছেন বলেও জানান তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো. আশরাফুজ্জামান, মো. নুরুল ইসলাম, জহিরুল ইসলাম, সাইদুর রহমান, সারুল মন্ডল, আব্দুল মালেক, এসরাইল হকসহ পদত্যাগকারী বিভিন্নস্তরের বিএনপির নেতা-কর্মীরা। এসময় সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ২৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।