ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাল্যবিয়ে রোধে শুভসংঘের সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মে ২৬, ২০২২
বাল্যবিয়ে রোধে শুভসংঘের সভা

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে শুভসংঘের সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে কালের কণ্ঠ শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামুলক সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাতাব উদ্দীন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার তদন্ত ওসি মোসলেম উদ্দীন বসুনীয়া ।

এসময় বক্তরা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল মানুষকে গিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বাল্যবিবাহ থেকে অভিভাবকদের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।  

এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মার্শাল হোসেন, চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকার, কালের কণ্ঠ শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উপদেষ্টা সোহাগ গাজী, সভাপতি কামরুজ্জামান পিয়াল,সহ সভাপতি মোস্তাকিম আল হাসনাত, মনিরুজ্জামান রনি, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, যুগ্ম সম্পাদক শাহরিয়ার সরকার, সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক হোসেন, কার্যকরী সদস্য মিরাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ২৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।