ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে হরিণের মাংস ও মাথাসহ শিকারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, মে ২৬, ২০২২
সুন্দরবনে হরিণের মাংস ও মাথাসহ শিকারি আটক

বাগেরহাট: সুন্দরবন থেকে হরিণের মাংস ও মাথাসহ মিজান হাওলাদার (৪৫) নামে এক শিকারিকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ছোট ভদরুদ্দিন খালের ভেতর থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার ব্যবহৃত নৌকায় থাকা এক মণ হরিণের মাংস, চারটি মাথা, চারটি চামড়া, দুটি ডিঙ্গি নৌকা ও ১৯টি হরিণ শিকারের ফাঁদ জব্দ করেন বনরক্ষীরা।

আটক মিজান হাওলাদার বাগেরহাটের শরণখোলা উপজেলার পানির ঘাট এলাকার তানজের হাওলাদারের ছেলে।

সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাদিক মাহমুদ বলেন, বনরক্ষীরা বিভিন্ন এলাকায় টহল দেওয়ার সময় ছোট ভদরুদ্দিন খালে ডিঙ্গি নৌকা দেখে কাছে এগিয়ে যান। এ সময় বনরক্ষীদের দেখে অন্যান্য শিকারিরা বনের মধ্যে পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হন।

শিকারিদের সঙ্গে থকা টুকরো টুকরো করা হরিণের এক মণ মাংস, চারটি মাথা, চারটি চামড়া, ১৯টি ফাঁদ, দুটি দা ও দুটি ডিঙ্গি নৌকা জব্দ করেন বনরক্ষীরা। এ ব্যাপারে বন আইনে একটি মামলা দায়ের করে সন্ধ্যায় রেঞ্জ অফিসে পাঠানো হয়েছে বলে জানান অভয়ারণ্য কেন্দ্রের কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, মে ২৬, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।