ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরগুনায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, মে ২৭, ২০২২
বরগুনায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

বরগুনা: বরগুনায় জমিতে কলাগাছ রোপণের সময় বজ্রপাতে আব্দুল মালেক (৪৫) নামে এক শ্রমিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম।

আব্দুল মালেক বুকাবুনিয়া গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে।

পুলিশ জানায়, বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বাড়ির পেছনের বাগানে কলাগাছ রোপণ করতে যান মালেক। এ সময় বাইরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ আকাশে বজ্রপাতের আওয়াজ পাওয়া যায়। এর কিছুক্ষণ পর কলাবাগানে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বারেক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বামনা থানার ওসি মো. বশির আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মে ২৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।