ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আত্রাইয়ে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মে ২৭, ২০২২
আত্রাইয়ে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

নওগাঁ: নওগাঁয় আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য রুবেল শেখকে (৩৫) গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে ঢাকার আশুলিয়ার জিরোরা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে পাবনা জেলার সুজানগর থানার মমরাজপুর গ্রামের আ. রাজ্জাক শেখের ছেলে।

শুক্রবার (২৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

ওসি আবুল কালাম আজাদ বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে উপজেলার সাহেবগঞ্জ বাজারের জহরুল ইসলাম নামে এক ব্যবসায়ী নগদ ৯০ হাজার টাকা ও ২৮ হাজার টাকার রিচার্জ কার্ড নিয়ে দোকানে এসে দোকানের এক পাশের সাটার খুলে টাকাসহ ব্যাগ দোকানের ভিতর রেখে অন্য পাশের সাটার খুলতে যান। কিন্তু রুবেল একটি সাটারে আগের থেকেই তালার মধ্যে আঠা জাতীয় পদার্থ দিয়ে রাখেন। এ জন্য ওই ব্যবসায়ীর তালা খুলতে কিছুটা দেরি হয়। এদিকে এই সুযোগে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান রুবেল।

ওসি আরও বলেন, পরে ওই ব্যবসায়ী থানায় মামলা করলে আশেপাশের সিসি টিভির ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানা যায় আসামির বাড়ি পাবনা জেলায়। পরবর্তীতে গোয়েন্দা সংস্থার তথ্য ও তথ্য প্রযুক্তি ব্যাবহার করে বৃহস্পতিবার বিকেলে ঢাকার আশুলিয়া জিরোরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামি স্বীকার করেন তিনি আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন জেলায় এসব কার্যক্রম পরিচালনা করতেন।

দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ২৭, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।