ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ষড়যন্ত্র প্রতিহত করতে মাঠে মৎস্যজীবী লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মে ২৭, ২০২২
ষড়যন্ত্র প্রতিহত করতে মাঠে মৎস্যজীবী লীগ

খাগড়াছড়ি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে ঐক্যবদ্ধ মৎস্যজীবী লীগ। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে মাঠে আছেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

শুক্রবার (২৭ মে) সকালে খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভাটি আয়োজন করেন নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে গড়ে তোলাসহ ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে মাঠে আছে মৎস্যজীবী লীগ।

তারা আরও বলেন, যারা উন্নয়নে বিশ্বাস করে না, তারা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে আবারও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রসহ উন্নয়ন থামিয়ে দিতে উঠেপড়ে লেগেছে। তাই সকল নেতাকর্মীদের মাঠে থেকে ষড়যন্ত্র রুখে দিয়ে এদেশকে এগিয়ে নিতে মৎস্যজীবী লীগকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।

সংগঠনটির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল জলিলের সঞ্চালনায় সাধারণ সম্পাদক দেবেশ বরণ ত্রিপুরার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভাটি শুরু হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তারা। অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্থানীয় নেতাকর্মীরা।

খাগড়াছড়ি জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি মিন্টু কুমার দত্তের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম.এ. গফফার কুতুবী। এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির তিন পার্বত্য জেলা সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য উদয়ন বড়ূয়া। এছাড়া খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ-উদ-জামান স্বাধীনসহ সংগঠনের বিভিন্ন উপজেলা নেতাকর্মীরা এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ২৭, ২০২২
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad