ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নানিয়ারচরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মে ২৮, ২০২২
নানিয়ারচরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বিন্দু কুমার চাকমা (৫২) ও মিলা চাকমা (৪৭) নামে এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মে) সকালে উপজেলার দুর্গম ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সয়ন্দরপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে নানিয়ারচর উপজেলার দুর্গম ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সয়ন্দরপাড়ায় ৫-৬ জন শ্রমিক রাবার বাগানে কাজ করতে এসে পানি খাওয়ার জন্য বিন্দু কুমার চাকমার বাড়িতে প্রবেশ করে। অনেক ডাকাডাকি করার পর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের পেছনে উঁকি দিয়ে স্বামী-স্ত্রীর মরদেহ পরে থাকতে দেখে। বাড়িটি দুর্গম পাহাড়ে হওয়ায় পাশে কাউকে না পেয়ে রাবার বাগান শ্রমিকরা তাদের মরদেহ দাহ করে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসেছি। যেহেতু দুর্গম এলাকা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে মরদেহ দু’টি শ্রমিকরা দাহ করে ফেলেছে। পুলিশ এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, মে ২৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।