বরগুনা: বরগুনা টাউন হল চত্বর এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঐতিহ্যবাহী সিরাজউদ্দিন মিলনায়তনের নতুন ভবনের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে ঠিকাদার প্রতিষ্ঠান বন্ধ রাখায় বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সেই নির্মাণাধীন ভবনের মধ্যের দুই অংশে সপ্তাহে দুই দিন (শনিবার,মঙ্গলবার) বসেছে ছাগলের ও জালের হাট।

এ ব্যাপারে এক নম্বর ওয়ার্ডের স্থানীয় ওয়ার্ড কমিশনার ও জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু মোবাইলফোনে বাংলানিউজকে বলেন, টাউন হল নতুন ভবনটি এখনও উদ্বোধন হয়নি। কিন্তু ভবনটিকে ঘিরে যেসব বাজার বসে এগুলো ঠিক নয়। আমি কমিশনার হিসেবে মেয়র কামরুল আহসান মহারাজের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।


এ বিষয়ে বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রাইসুল আলম রিপন বাংলানিউজকে বলেন, বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে টাউন হল নতুন ভবনটি এখনও নির্মা কাজ চলছে। সাবেক মেয়র শাহাদাত হোসেনে এটির ঠিকাদার। নির্মাণাধীন ভবন পৌরসভার কাছে হস্তান্তর করলে আমরা রক্ষণাবেক্ষণ করবো।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ২৮, ২০২২
এএটি